উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সে ভর্তি:: পূর্ণাঙ্গ গাইডলাইন ২০২৫

পিয়নমামা ডটকম সাইটের সুপ্রিয় ভিজিটর বন্ধুদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এই বছরে ২০২৪ ইং সালে কিংবা পূর্ববর্তী বছরে আপনারা অনেকেই উন্মুক্তসহ বিভিন্ন জেনারেল বোর্ড হতে এইচএসসি পাশ করেছেন এবং টার্গেট করেছেন পরবর্তী উচ্চতর শিক্ষার জন্য বাউবির অধীনে ডিগ্রি কোর্সে ভর্তি হবেন। সুতরাং শুধুমাত্র তাদের জন্য আজকের এই পোস্টের প্রতিবেদন যেটা উপরের শিরোনামে উল্লেখ করেছি। অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কোর্সের যাবর্তীয় খুঁটিনাটি বিষয়সহ নিম্নোক্ত আলোকপাত করার চেষ্টা করবো।

বাউবির ডিগ্রি পাশ কোর্স কি?

প্রথমেই জানা দরকার ডিগ্রি পাশ কোর্স কি? ওপেন ইউনিভার্সিটি ডিগ্রি পাস কোর্স হল একটি স্কিম যা ছাত্রদের স্নাতক স্তরে সাধারণ ডিগ্রি অর্জনের সুযোগ দেয়। এটি সাধারণত একটি তিন বছরের প্রোগ্রাম যাতে বিভিন্ন বিষয়ের কোর্স থাকে। এই কোর্সগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ প্রদান করে, তাদের দক্ষতা বৃদ্ধি করে এবং কর্মসংস্থানের সুযোগ করে।

BOU_BA_Notice

ডিগ্রি পার্স কোর্সে সর্বমোট কয়টি কোর্স করতে হয়?

বাউবির ০৩ বছর মেয়াদি ডিগ্রি কোর্সে প্রায় ১৮ টি বই পড়তে হয় এবং ডিগ্রি কোর্সটি ০২ টি ভাগে বিভক্ত তথারুপঃ

  • বি.এ- এখানের সাবজেক্ট গুলো হচ্ছে- ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ।
  • বি.এস.এস- এখানের সাবজেক্ট গুলো হচ্ছে- রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজতত্ত্ব, ভূগোল ও পরিবেশ।

অর্থাৎ দুটোই মানবিক/কলা শাখার সাবজেক্ট। বি.এ কোর্স হলো পিওর মানবিক শাখার বিষয়। অপরদিকে বি.এস.এস মানবিক শাখার আলাদা বিষয় যে গুলো সামাজিক পর্যায় কিংবা অর্থনৈতিক কার্যাবলী সংযুক্ত থাকে। বি.এ-বিএস.এস এর মধ্যে দর্শন এবং অর্থনীতি অনেকটা কঠিন বিষয়। একটু মনোযোগ সহকারে পড়াশোনা করলে ভালো ফলাফল করা সম্ভব। উপরোক্ত বি.এ/বিএস.এস কোর্সে কিছু আবশ্যিক সাবজেক্ট যে গুলো উভয়কেই পড়তে হবে। আবশ্যিক সাবজেক্ট ৫টি যথারুপ: বাংলা-১, বাংলা-২, ইংরেজি, সিভিক-১, সিভিক-২।

এক নজরে বাউবির ডিগ্রি বি.এ/বি.এস.এস প্রোগ্রামে ভর্তির টাইম লাইন :

  • আবেদন শুরুর তারিখ :  ১৫/১১/২০২৪ ইং
  • আবেদনের সমাপ্তি :  ০৫/০৪/২০২৫ ইং তারিখ পর্যন্ত (আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে)
  • আবেদন পদ্ধতি ও ফি’ জমার পরিমাণ : ৩৮৯০/- টাকা [ অনলাইনে ফর্ম] পূরণ করার সময় জমা দিতে হবে]
  • ফি পরিশোধ পদ্ধতি : অনলাইনে আবেদন সাবমিটের সময় বিকাশ / শিওরক্যাশ / ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে।
  • ভর্তি ফির পরিমাণ : ১ম কিস্তি তথা ১ম সেমিস্টার ফিসহ ৩৮৯০/- টাকা পরিশোধ করতে হবে
  • আবেদন ফর্ম পূরণের নির্দেশনা :  নিজস্ব মোবাইল ও ই-মেইল ব্যবহার এবং SMS সংরক্ষণ
  • পেমেন্ট তথ্য সংরক্ষণ : ট্রানজেকশন আইডি, অ্যাকাউন্ট নম্বর, তারিখ
  • ভর্তি পরীক্ষা দিতে হয় কি : না ভর্তি পরীক্ষা দেওয়া লাগে না। অনলাইনে আবেদন ও ফি জমা দিয়ে প্রিন্টকৃত আবেদন কপির সাথে যাবতীয় কাগজপত্রাদি বাউবির অফিসে জমা দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।
  • ভর্তির নিয়ম :  আগে আসলে আগে ভর্তি এই নীতি অনুসরন করা হয়।
  • ক্লাশ শুরুর তারিখ: পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে

ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং সুবিধাজনক। যারা চাকরিজীবী বা বিভিন্ন কারণে নিয়মিত ক্লাশ করতে পারবেন না, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এখানে ভর্তি হওয়ার যোগ্যতা বাউবিসহ যেকোন শিক্ষাবোর্ড থেকে এইচএসসি সমমান পাশ থাকলেই হবে। অর্থাৎ যে কোন বোর্ড হতে যে কোন সালে পাশ এবং সাথে যে কোন জিপিএ পেয়ে পাশ করলেই হবে।

দৃষ্টি আকর্ষণঃ শিক্ষার্থীদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ০৩ কিংবা ০৪ বছরের ডিপ্লোমা কোর্স যেমনঃ পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং, কৃষি, সার্ভেয়ার, ফরেস্ট, সিরামিক, টেক্সাটাইল, ম্যাটস, নার্সিং বিষয় নিয়ে যারা পাশ করেছেন তারা পরবর্তী সময়ে ডিগ্রি কোর্সে ভর্তি হতে চান তারা ইচ্ছা করলে এখানে ভর্তি হতে পারবেন। কারন, এই ধরনের শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কিংবা অনার্স কোর্স করার সুযোগ নাই বললেই চলে। ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। 

ডিগ্রি কোর্সের যাবতীয় খরচের তথ্য

বাউবির অধীনে ০৩ বছরের ডিগ্রি কোর্সের সর্বমোট খরচ হবে সর্বনিম্ন ১৮,০০০/- টাকা হতে সর্বোচ্চ ২৫,০০০/- টাকা। ০৩ বছরের কোর্সে ০৬ সেমিস্টার শেষ করতে হয়। সেই হিসাবে প্রতি সেমিস্টার অনুযায়ী আপনাকে প্রায় ৬০০০/- টাকা মতো ব্যয় করতে হবে। উল্লেখ্য প্রথমদিকে অনলাইনে আবেদন করার সময় ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ৩৮৯০/- টাকা পেমেন্ট করতে হবে। 

ডিগ্রি কোর্সের সিলেবাস ও স্টাডি সেন্টারের তথ্য 

প্রথমেই উল্লেখ করেছি ০৩ বছরের প্রায় ২০ টি বই পড়তে হবে। প্রতি কোর্সে ১০০ মার্কের পরীক্ষা হয়ে থাকে যেখানে রচনামূলক ৮০ মার্ক এবং সংক্ষিপ্ত ২০ মার্ক থাকে। ডিগ্রি কোর্সের সিলেবাস বাউবির ওয়েব সাইট কিংবা স্টাডি সেন্টার হতে পাবেন। আরেকটি বিষয় আপনি কোন স্টাডি সেন্টারে ভর্তি হবেন সেটি অনলাইনে তথ্য পূরণের সময় উল্লেখ করবেন কিংবা দেখতে পারবেন। আপনার সুবিধা অনুযায়ী স্টাডি সেন্টার নির্ধারন করবেন। ০৩ বছরের ০৬ টি সেমিষ্টার কোর্সে আপনি বাউবি হতে সম্পূর্ণ বই ফ্রি পাবেন। ডিগ্রি কোর্সে বাউবির প্রশ্ন কেমন হয়ে থাকে তা স্টাডি সেন্টার হতে কিংবা পূর্বের ইয়ারের শিক্ষার্থীদের কাছ হতে সংগ্রহ করতে পারবেন। তাছাড়া বাউবি রিলেটেড বিভিন্ন ফেসবুক পেইজ হতেও প্রশ্নগুলো পাওয়া যাবে। 

ডিগ্রি কোর্সের জন্য কোন ধরনের গাইড/বই পড়বো?

বোর্ড বইগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। ভালো ফলাফলের জন্য আপনি সহায়ক বেই তথা গাইড কিনতে পারেন আপনার নিকটস্থ বইয়ের দোকান তথা লাইব্রেরী হতে। বাউবির ডিগ্রি কোর্সের জন্য বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠান সহায়ক বইগুলো পাবলিক করে থাকে তাদের মধ্য অন্যতম হলো-প্রাইম প্রকাশনী ঝিনাইদহ, লেকচার, ব্যতিক্রম ইত্যাদি।

বাউবির ডিগ্রি কোর্সের সনদের মান কতটুকু?

০৩ বছরের কোর্সে সকল বিষয়ে সফলভাবে পাশ করার পর আপনি স্নাতক পাসের সনদ অর্জনের জন্য বিবেচিত হবেন। মূলত ডিগ্রি কোর্সের রেজিঃ এর মেয়াদ থাকে ০৭ বছর। অর্থাৎ সর্বনিম্ন ০৩ বছর এবং সর্বোচ্চ ০৭ বছরের মধ্যে আপনাকে ডিগ্রি সনদ অর্জন করতে হলে অবশ্যই সকল বিষয়ে পাস করতে হবে। আসলে আমাদের অনেকেরই কমন প্রশ্ন হল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মান কেমন? সার্টিফিকেট নিয়ে কি আমি সরকারি কিংবা বেসরকারি চাকরি পাব? প্রকৃতপক্ষে সার্থকতা হল সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মান সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয় কিংবা অন্য সকল শিক্ষা বোর্ডের মতই সমমান বলে বিবেচিত। তাছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ও একটি দূরশিক্ষণ পাবলিক ও সরকারি প্রতিষ্ঠান। সুতরাং চাকরির বাজারে প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলী থাকলে আপনিও চাকরির আবেদন করতে পারবেন। 

BOU_Degree_Certificate
BOU Degree Professional Certificate

ডিগ্রি (বিএ/বি.এস.এস) পাশ কোর্স করে কোথায় ভর্তি হওয়া যাবে?

ডিগ্রি পাসকোর্স করে আপনি পূনরায় বাউবির মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। তাছাড়াও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন/উইকেন্ড মাস্টার্স কোর্সে ভর্তি হতে পারবেন। উল্লেখ্য আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কোন কলেজে মাস্টার্স কোর্সে ভর্তি হতে পারবেন না। কেননা, জাতীয় বিশ্ববিদ্যালয় বাউবি হতে ডিগ্রি পাশকৃত শিক্ষার্থীকে মাস্টার্সে ভর্তির সুযোগ প্রদান করেনা। আরেকটি বিষয় বাউবির মাস্টার্স প্রোগ্রামের খরচও অনেক বেশি যেমন: ০২ বছরের মাস্টার্স কোর্স শেষ করতে সর্বনিম্ন প্রায় ৩০,০০০/- টাকা খরচ হয়ে যায়। যেখানে জাতীয়র অধীন মাস্টার্স করলে ০২ বছরে প্রায় ৭-৮ হাজার টাকা ব্যয় হয়। তাই এই সব বিষয় জেনে অনেকে বাউবির ডিগ্রি কোর্সে ভর্তি না হয়ে জাতীয়র অধীন সরকারি প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকে।

  • জাতীয়’র অধীন প্রাইভেট কোর্সের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি পড়তে পারেন এখানে

কিভাবে ডিগ্রি কোর্সে ভর্তি আবেদন করবেন?

প্রতি বছরেই বাউবি তাদের ওয়েব সাইটে ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। আপনি যদি নিশ্চিত এই কোর্সে ভর্তি হতে আগ্রহী হোন তাহলে প্রথমেই নির্দেশিকাটি সংগ্রহ করুন এবং বিস্তারিত পড়তে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন নিচের লিংক হতে। অর্থাৎ নির্দেশিকাই বিস্তারিত তথ্যাদি দেওয়া আছে কিভাব ফর্ম পূরন করবেন, টাকা প্রদান করবেন, কোথায় আবেদনপত্র জমা দিবেন যাবতীয় তথ্যাবলী।

BOU_BA_APPS

অনলাইনে Open University Notice আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও প্রয়োজনীয় লিংকসমূহ:

অনলাইনে ওপেন ইউনিভার্সিটি বিজ্ঞপ্তি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা: আপনার নিজের মোবাইল নম্বর এবং ইমেল ব্যবহার করুন: আবেদন প্রক্রিয়ার জন্য শিক্ষার্থীদের অবশ্যই তাদের নিজস্ব মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা ব্যবহার করতে হবে। পাঠ্য বার্তার মাধ্যমে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড সংরক্ষণ করুন: অনলাইন আবেদন ফর্মটি পূরণ করার পরে, শিক্ষার্থীরা পাঠ্য বার্তার মাধ্যমে তাদের ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড পাবেন। আপনার পরে এই তথ্যের প্রয়োজন হবে, তাই এটি সংরক্ষণ করুন। অর্থপ্রদানের তথ্য সংরক্ষণ: একবার অনলাইন আবেদন সম্পূর্ণ হলে, অর্থপ্রদানের তথ্য সংরক্ষণ করা হবে। যেমন, লেনদেন আইডি, অ্যাকাউন্ট নম্বর, পেমেন্টের তারিখ ইত্যাদি।

  • বাউবির ডিগ্রি কোর্সের নির্দেশিকা ডাউনলোড করুন পড়ুন :  এখানে
  • বাউবির ডিগ্রি কোর্সে ভর্তি হতে অনলাইনে আবেদন করুন/লিংক :  এখানে
  • বাউবির ডিগ্রি কোর্সে কিভাবে অনলাইন ফর্ম পূরণ করবেন তার ইউটউব ভিডিও :  এখানে
  • বাউবির ডিগ্রি কোর্সের যাবতীয় ইবুক-পিডিএফ ফাইল ডাউনলোড করুন :  এখানে

সর্বশেষ:

পোস্টের আলোচনার একদম শেষ পর্যায়ে। আশা করি বাউবির ডিগ্রি কোর্স সম্পর্কে আপনাদের কাছে কিছুটা হলেও বোধগম্য ও সহায়ক হবে। তারপরেও কেহ যদি ডিগ্রি অনলাইন আবেদন করতে গিয়ে কোন সমস্যাতে পড়েন আমাদেরকে অবহিত করতে পারেন। তাছাড়াও  আমাদের পিয়নমামা ডটকম টীম নাম মাত্র অনলাইন চার্জ নিয়ে আপনার ফর্মটি পূরণ করে দিতে পারবে। পরিশেষে আপনাদের সবাইকে আবারো শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করে আগামী পর্বে বাউবির অন্য কোন কোর্স নিয়ে পোস্ট করবো। 

Previous Post
No Comment
Add Comment
comment url