ইউটিউবসহ যে কোন ভিডিও ডাউনলোড করুন IDM দিয়ে :: 100% Lifetime Working
পিয়নমামা ডটকম সাইটে ভিজিটর বন্ধুদের সবাইকে সালাম ও শুভেচ্ছা শুরু করছি আজকের দিনের পোস্ট। আজকে অন্য বিষয় নিয়ে পোস্ট করবো মূলত টেক রিলেটেড যা পোস্টের শিরোনামেই বলেছি। হাল সময়ে কাজের প্রয়োজনে আমরা অনেকেই পিসি কিংবা ল্যাপটপ ব্যবহার করছি। বিশেষত পিসিতে ফেসবুক, ইউটউবসহ বিভিন্ন সাইটে ভিডিও ফাইলগুলো ভিউ করে থাকি। তাছাড়াও বিভিন্ন সফটওয়্যার ডাউনলোডের বিষয়তো রয়েছে। আসলে আমরা অনেকেই বিভিন্ন থার্ডপার্টি সফটওয়্যার কিংবা ব্রাউজারে প্লাগিন ইনস্টল করে ভিডিওসহ যাবতীয় ফাইল ডাউনলোড করে থাকি। এই সকল প্লাগিন ব্যবহারে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয় যেমন: ডাউনলোড স্পীড অনেক স্লো, ডাউনলোডের সময় বিভিন্ন বিজ্ঞাপন দেখানো, অপ্রয়োজনীয় লিংক শো করা এবং সাইটে গমনাগমন। আমি নিজেও এই রকম উদ্ভট ঘটনার ভূক্তভোগী।
ডাউনলোড সফটওয়্যার কি?
মূলত ইন্টারনেট থেকে বিভিন্ন সফটওয়্যারসহ যাবতীয় ভিডিও ডাউনলোড করতে যে সফটওয়্যারের সাহায্য নেওয়া হয় সেটিই হলো ডাউনলোড ইউটিলিটি। অনলাইনে সার্চ দিলে ফ্রি কিংবা পেইড অনেক সফটওয়্যার পাওয়া যায় যেমন: Internet Download Manager (IDM), Eagleget, Download Acceletor ইত্যাদি। তাদের মধ্যে অন্যতম সুপার পাওয়ার সফট হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যাকে সংক্ষেপে (IDM) আইডিএম বলে অনেকেই চেনে।
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কি?
এটি একটি জনপ্রিয় ডাউনলোড ম্যানেজার সফ্টওয়্যার যা ইন্টারনেট থেকে দ্রুত এবং দক্ষতার সাথে ফাইল ডাউনলোড করতে সাহায্য করে। IDM বিশেষ করে ডাউনলোডের গতি, পুনরুদ্ধারের বৈশিষ্ট্য, নির্ধারিত ডাউনলোড এবং ব্রাউজার ইন্টিগ্রেশন উন্নত করার জন্য পরিচিত।IDM
এর প্রধান সুবিধা সুবিধা কিংবা বৈশিষ্ট্যগুলো কি?
অন্য সকল ডাউনলোড সফটওয়্যার থেকে নিম্নোক্ত কিছু বৈশিষ্ট্যের কারণে IDM সেরা। অর্থাৎ একবার ব্যবহার করলেই এর প্রেমে পড়ে যাবেন নিশ্চিত বলা যায়
- Download Speed বৃদ্ধি : ফাইল ডাউনলোড করার সময় এটি মাল্টি-পার্ট প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে গতি বৃদ্ধি পায়।
- Pause & Resume সুবিধা : যদি কোনো কারণে ডাউনলোড বন্ধ হয়ে যায় তবে এটি পরে পুনরায় শুরু করা যেতে পারে।
- Browser Intregaration : গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স এবং এজ সহ বিভিন্ন ব্রাউজারে কাজ করে।
- Vedio Download : YouTube, Facebook, Vimeo এবং অন্যান্য ওয়েবসাইট থেকে সহজেই ভিডিও ডাউনলোড করুন।
- Download Schedule : একটি নির্দিষ্ট সময়ে ফাইল ডাউনলোড শুরু বা বন্ধ করার ক্ষমতা। এটি একটি জনপ্রিয় ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার, যা দ্রুত এবং দক্ষতার সাথে ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করতে সাহায্য করে।
- IDM বিশেষভাবে ডাউনলোড স্পিড বৃদ্ধি, রিজিউম (Resume) সুবিধা, শিডিউল ডাউনলোড এবং ব্রাউজার ইন্টিগ্রেশন এর জন্য পরিচিত।
পিসি/ল্যাপটপে কিভাবে ব্যবহার কিংবা ইনস্টল করবেন?
- প্রথমে নিচের লিংক হতে IDM এর অফিসিয়াল সাইট হতে লেটেস্ট আপডেট ফাইলটি ডাউনলোড করে নিন-
- এবার ডাউনলোডকৃত ফাইল পিসিতে Install করে নিন। ইনস্টল করার সময় আপনার ইন্টারনেট ব্রাউজার ওপেন হতে পারে IDM এর প্লাগিন সেটাপের জন্য। সুতরাং সেটি অবশ্যই ইনস্টল হতে দিন।
কিভাবে IDM সফটওয়্যারটি লাইফটাইম ব্যবহার করবেন আপডেটসহ?
১ম ধাপে যে ইনস্টলটি করেছেন সেটা মূলত ট্রায়াল ভার্সন হিসেবে শো করবে। অর্থাৎ ৩০ দিন ব্যবহারের অনুমতি পাবেন। এর বেশি চাইলে আপনাকে টাকা দিয়ে পেইড ভার্সন কিনতে হবে।
অনেকেই চিন্তায় পড়ে গেছেন এত দাম দিয়ে IDM কিনতে হবে কি? না ভাই আপনাকে কোন টাকা খরচ করে এটা কেনা লাগবেনা। এই পোস্টের নির্দেশনা মোতাবেক আপনি এটা লাইফটাইম ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন। তাও আবার আপডেটসহ। এই জন্য আপনাকে মূল সফটওয়্যারসহ মেডিসিন ফাইলটি ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে হবে।
- ব্যাস ইনস্টল হবার পর পিসিতে এন্টিভাইরাস চালু থাকলে সেটি কিছু সময়ের জন্য ডিজাবল তথা বন্ধ রাখুন। উল্লেখ Windows Defender সফটওয়্যার চালু থাকলেও সেটি কিছু সময়ের জন্য বন্ধ রাখুন।
- এবার নিচের লিংক হতে মেডিসিন ফাইলটি ডাউনলোড করুন।
- মেডিসিন ফাইলটি ডাউনলোড করার পর সেটি Extract করুন> এবার যেখানে IDM ডাউনলোড করেছিলেন অর্থাৎ সি ড্রাইভে গিয়ে IDM ফোল্ডার ওপেন করে মেডিসিন ফাইলটি পেস্ট করে দিন নিচের চিত্রের মতো-
ক)
খ)
- উক্ত ফোল্ডারে পেষ্ট করার পর উপরোক্ত চিত্রের মতো ( গোল লাল দাগ চিহিৃত) আইকন পাবেন। অতপর সেটিতে ক্লিক করলে নিচের চিত্রের মতো কাজ করবেন-
- উপরোক্ত চিত্র মোতাবেক লাল চিহিৃত বাটনে ক্লিক করলে মেডিসিন ফাইলটি কার্যকর হয়ে যাবে। ফলে আইডিএম সফটওয়্যার লাইফ টাইম ব্যবহারের উপযোগী হয়ে যাবে।
- উল্লেখ্য আপনি আপডেটও করতে পারবেন। যখন সফটওয়্যার আপডেট চাইবে তখন অবশ্যই আপডেট ফাইল ইনস্টল করে নিবেন এবং পূর্বের ন্যায় সি ড্রাইভে গিয়ে (গ) চিত্রের ন্যায় মেডিসিন ফাইলটি একটিভ করে দিবেন। ব্যাস! আরামসে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন।
আলোচনার একদম শেষ পর্যায়ে। আশা করি উপরোক্ত টপিক অনুযায়ী আপনি নিজেই যাবতীয় কাজ করতে পারবেন। তাহলে আর দেরি কেন? আজই পিসি/ল্যাপটপে IDM সফটওয়্যারটি ইনস্টল করে পছন্দের ভিডিও ডাউনলোড শুরু করুন। উল্লেখ্য শুধু Youtube নই, আপনি যে কোন Website সহ Facebook, Twitter থেকে ভিডিও, অডিও ও সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। আমি নিজেও এটি ব্যবহার করে অনেক Happy! তাহলে আজ এই পর্যন্তই। পিয়নমামা ডটকম সাইটে লেখাপড়া বিষয়ক পোস্টের পাশাপাশি মাঝেমধ্যে সফটওয়্যার, ফ্রিল্যান্স, চাকরি বিজ্ঞপ্তি বিষয়ক পোস্ট থাকবে।